শনিবার

২১ সেপ্টেম্বর ২০২৪


৬ আশ্বিন ১৪৩১,

১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জর্জিয়ায় ভোট পুনর্গণনায় জয়ী বাইডেনই

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ২১:২০, ২০ নভেম্বর ২০২০  
জর্জিয়ায় ভোট পুনর্গণনায় জয়ী বাইডেনই

ছবি: ফাইল ফটো

ঢাকা (২০ নভেম্বর): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে সব ব্যালট পুনরায় হাতে গণনা শেষে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনই জয় লাভ করেছেন। শুক্রবার স্থানীয় এক নির্বাচন কর্মকর্তার বরাত দিয়ে এএফপির এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট ব্রাড রাফেন্সপারগারের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, এ রাজ্যের ভোট ফের ‘হিসাব-নিকাশ করে নিশ্চিত হওয়া গেছে যে আগের বার মেশিন যে গণনা হয়েছিল তাতে সঠিকভাবেই বিজয়ী নির্ধারিত হয়েছিল।’

বাইডেনের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে ভোট জালিয়াতির অভিযোগ তুলে আদালতের দারস্থ হলে আদালত পুনরায় জর্জিয়ার সব ভোট গণনার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী জর্জিয়ার নির্বাচনী কর্মকর্তা পুনরায় ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।
সিএনএন জানিয়েছে, নিরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফলে জর্জিয়াতে ট্রাম্পকে ১২ হাজার ২৮৪ ভোটে হারিয়েছেন বাইডেন। নিরীক্ষাপূর্ব ফলাফলের চেয়ে চূড়ান্ত ফলে বাইডেনের ভোট কিছুটা কমেছে।

জর্জিয়াতে মোট ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ১৬। সিএনএনের খবরে বলা হয়, জর্জিয়ায় বাইডেন ১৬টি ইলেক্টোরাল ভোট পেলেন। এ নিয়ে তাঁর ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬। আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২৩২। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দরকার হয়। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট ৫৩৮ জন ‘ইলেক্টর’ বা নির্বাচকের ভোটের ওপর।

 

Nagad
Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়