এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে ঢাবি ১৩৪
আর্ন্তজাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: ফাইল ফটো
ঢাকা(২৬ নভেম্বর): এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৩৪ নম্বরে। আর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অবস্থান ১৯৯। এই র্যাংকিংয়ে প্রথম অবস্থানে আছে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি।
বুধবার কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিং এর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
তালিকায় থাকা বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ২২৮, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ২৭১, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ৩৫০, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪০১, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-কুয়েট ৪৫১, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৫৫১তম।