Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

সোমবার

২৭ জানুয়ারি ২০২৫


১৪ মাঘ ১৪৩১,

২৭ রজব ১৪৪৬

ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৮:৩২, ২৯ আগস্ট ২০২১   আপডেট: ১৮:৩৩, ২৯ আগস্ট ২০২১
ইতালির উপকূল থেকে ৫৩৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

ছবি: সংগৃহীত

ঢাকা (২৯ আগস্ট): ইতালির লামপেদুসা দ্বীপের নিকটে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এরা সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল বলে জানা গেছে। আজ রবিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের  ইতালির কোস্টগার্ড ও পুলিশের নৌযান সহায়তায়  লামপেদুসা দ্বীপে আনা হয়েছে।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একদিনে এর চেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়নি। দ্বীপটির মেয়র তোতো মার্তেল্লো বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ধার অভিযানের মাধ্যমে যত অভিবাসনপ্রত্যাশীকে এই দ্বীপে আনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক লোককে এবার আনা হয়েছে।

উল্লেখ্য, সাগরপাড়ি দিয়ে ইউরোপে ঢুকতে আগ্রহী অভিবাসনপ্রত্যাশীদের অন্যতম একটি গন্তব্যস্থল ইতালির লামপেদুসা দ্বীপ। উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের জন্য ওই দ্বীপে আশ্রয়শিবির আছে, তবে সেই আশ্রয়শিবিরের ধারণক্ষমতা ৩০০ জন। কিন্তু সেখানে ৫ গুণ বেশি অভিবাসনপ্রত্যাশী অবস্থান করছেন।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়