Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
কৃষক বিক্ষোভে অবরুদ্ধ দিল্লি ঢোকার ৫ রাস্তা

শুক্রবার

১৫ নভেম্বর ২০২৪


১ অগ্রাহায়ণ ১৪৩১,

১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষক বিক্ষোভে অবরুদ্ধ দিল্লি ঢোকার ৫ রাস্তা

কৃষক বিক্ষোভে অবরুদ্ধ দিল্লি ঢোকার ৫ রাস্তা || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ০৪:৩০, ৩ ডিসেম্বর ২০২০  
কৃষক বিক্ষোভে অবরুদ্ধ দিল্লি ঢোকার ৫ রাস্তা

ছবি: সংগৃহীত

ঢাকা (২ ডিসেম্বর): হরিয়ানা, উত্তরপ্রদেশ থেকে রাজধানী ঢোকার একাধিক রাস্তা আটকে অবস্থান নিয়েছে নয়া কৃষি আইন বিরোধী কৃষকরা। বিপুল সংখ্যায় পুলিশ, ব্যারিকেড, জলকামান নিয়ে দিল্লি ঢুকতে অনড় কৃষকদের আটকে রেখেছে। এর মধ্যেই কৃষক আন্দোলন নিয়ে অমিত শাহের সঙ্গে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ও রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এ নিয়ে বৃহস্পতিবার ফের আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গেছে। খবর জি নিউজ।

মঙ্গলবার কেন্দ্রের সঙ্গে ৩৫ কৃষক নেতার টানা ৩ ঘণ্টার বৈঠক করেও কোন সমাধানে আসতে পারেননি। একটি কমিটি গঠন করে পুরো বিষয়টি পর্যালোচনা করার প্রস্তাব দিয়েছিল কেন্দ্র। তা তখনই নাকচ করে দিয়েছেন কৃষক নেতারা। বৈঠক থেকে বেরিয়ে কৃষক নেতারা বলেছেন, হয় শান্তিপূর্ণ কোনও সমাধান, নয়তো বুলেট নিয়েই তাঁর ঘরে ফিরবেন। আন্দোলন চলবে।

এরই প্রেক্ষিতে বুধবার দিল্লির ঢোকার একাধিক পয়েন্ট অবরোধ করেন আন্দোলনকারী কৃষকরা। দিল্লি ঢোকার মুখে চিল্লা সীমান্তে দুদিক থেকে একাধিক স্তরে ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের প্রতিহত করার চেষ্টা করে। গুরুগ্রাম ও ঝাঁঝর-বাহাদুরগড় সীমান্তেও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করে কৃষকদের ঠেকানোর ব্যবস্থা করেছে দিল্লি পুলিশ। সব মিলিয়ে সিঙ্ঘু ও তিকরি-সহ মোট ৫ পয়েন্ট আটকে রেখেছেন কৃষকরা।

কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পরের দিনই ভারতের উত্তরপ্রদেশ-দিল্লি সীমানায় ব্যারিকেড সরিয়ে এগুনোর চেষ্টা করেছেন নতুন কৃষক আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকরা। বুধবার সকাল থেকে এই কর্মসূচির পাশাপাশি দিল্লির প্রায় সব সীমানায় ধর্নায় বসেছেন আন্দোলনকারীদের একাংশ। ফলে রাজধানী দিল্লিতে প্রবেশ ও বের হওয়ার একাধিক রাস্তা কার্যত অবরুদ্ধ।

দিল্লি পুলিশের জানিয়েছে, কৃষক বিক্ষোভের জন্য নয়ডা-দিল্লি সীমানা বন্ধ রাখা হয়েছে। উত্তরপ্রদেশ-দিল্লির মধ্যে যোগাযোগের এটাই মূল রাস্তা। এর ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ। যাত্রীদের এই চিল্লা রুট এড়িয়ে ডিএনডি বা কালিন্দি কুঞ্জ রুট ধরে যাতাযাতের পরামর্শও দিয়েছে দিল্লি পুলিশ।

উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে কৃষকদের জমায়েত রয়েছে এবং তারা দিল্লির দিকে এগুনোর চেষ্টা করছেন।

দিল্লি হরিয়ানার সিঙ্ঘু সীমানার পরিস্থিতিও একই রয়েছে। সেখানে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন কৃষকরা। যান চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া টিকরি, ঝারোদা ঝটিকারা সীমানাতেও কৃষকদের অবস্থান-আন্দোলনের জেরে বন্ধ রাস্তা করে দিয়েছে দিল্লির ট্রাফিক পুলিশ। বাদুসরাই সীমানায় শুধুমাত্র বাইক চলাচলের অনুমতি রয়েছে। চিল্লা সীমানায় নয়ডা লিঙ্ক রোডের উপর গৌতম বুদ্ধ দ্বারের কাছে কৃষকদের আন্দোলনে বন্ধ যান চলাচল। এ ছাড়া পাঞ্জাবে আন্দোলনের জেরে বেশ কিছু ট্রেন বাতিল বা যাত্রা সংক্ষিপ্ত করেছে।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়