Notice: Undefined index: HTTP_REFERER in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 2

Notice: Undefined index: HTTP_ACCEPT_LANGUAGE in /mnt/volume_sgp1_04/busine23n9s5der/public_html/common/config.php on line 14
চাঁঁদে চীনের পতাকা স্থাপন

মঙ্গলবার

২৪ ডিসেম্বর ২০২৪


১০ পৌষ ১৪৩১,

২২ জমাদিউস সানি ১৪৪৬

চাঁঁদে চীনের পতাকা স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার

প্রকাশিত: ১৭:৩৩, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:৫০, ৫ ডিসেম্বর ২০২০
চাঁঁদে চীনের পতাকা স্থাপন

ছবি: সংগৃহীত

ঢাকা (৫ ডিসেম্বর): বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এবার চাঁদে পতাকা স্থাপন করেছে চীন। চীনের জাতীয় মহাকাশ সংস্থা প্রকাশিত ছবিতে দেখা গেছে চাঁদে চীনের পাচ তারকার লাল পতাকা স্থাপন করা হয়েছে। খবর বিবিসি।

রিপোর্টে আরও বলা হয়, বৃহস্পতিবার চাঁদের পাথরের নমুনা নিয়ে ফেরার আগে মহাকাশ যান চ্যাং'ই-৫ এর ক্যামেরা দিয়ে ওই ছবিগুলো তোলা হয়েছে। এর আগে সেখানে চীনের দুটো মিশন পাঠানো হলেও পতাকা স্থাপন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের পতাকা স্থাপনের ৫০ বছর পর সেখানে এ পতাকা স্থাপনের বিষয়টিকে চীনের বড় ধরণের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।  

১৯৬৯ সালে অ্যাপোলো-১১ অভিযানের সময় যুক্তরাষ্ট্র প্রথম চাঁদে পতাকা স্থাপন করে। পরে ১৯৭২ সাল পর্যন্ত বিভিন্ন অভিযানের সময় যুক্তরাষ্ট্রের আরো পাঁচটি পতাকা চাঁদে স্থাপন করা হয়। স্যাটেলাইট থেকে তোলা ছবির বরাত দিয়ে ২০১২ সালে নাসা জানিয়েছিল যে ওই পাঁচটি পতাকা এখনও রয়েছে, তবে বিশেষজ্ঞদের ধারণা সূর্যের তীব্র রশ্মিতে সেগুলো এতদিনে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

চীনের গ্লোবাল টাইমস বলেছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলো মিশনের সময় অনুভূত হওয়া 'উত্তেজনা এবং অনুপ্রেরণা'র কথা মনে করিয়ে দেয় চীনের পতাকাটি।

চীনের পতাকাটি দুই মিটার চওড়া এবং ৯০ সেন্টিমিটার লম্বা বলে গ্লোবাল টাইমসকে জানিয়েছেন প্রকল্পের নেতৃত্ব থাকা লি ইয়ুনফেং। এর ওজন প্রায় এক কেজি।

মহাকাশযান চ্যাং'ই-৫ চাঁদের পৃষ্ঠের মাটি ও পাথরের নমুনা নিয়েছে। চীনের প্রথম চন্দ্রাভিযানে যাওয়া মহাকাশযান চ্যাং'ই-৩ থেকে তোলা ছবিতে চাঁদের পৃষ্ঠে প্রথমবার চীনের পতাকা দেখা যায়। ২০১৯ সালে চ্যাং'ই-৪ মহাকাশযান চাঁদের অন্ধকার পৃষ্ঠেও চীনের পতাকা নিয়ে যেতে সক্ষম হয়।

তবে ওই দু'বারের কোনো কোনোবারই আক্ষরিক অর্থে কাপড়ের তৈরি পতাকা ছিল না। তখন মহাকাশযানের পৃষ্ঠে আঁকা চীনের পতাকার ছবি তোলা হয়েছিল। এবারের চ্যাং'ই-৫ মিশন সাত বছরের মধ্যে চীনের তৃতীয় সফল চন্দ্র অভিযান।

Walton

সর্বশেষ

পাঠকপ্রিয়