যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারে ফাইজারের ভ্যাকসিন অনুমোদন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিবিসি
ঢাকা (১২ ডিসেম্বর): জরুরি ব্যবহারের জন্য ফাইজার বায়োএনটেকের ভ্যকসিনের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এ অনুমোদন দেয়ার জন্য ওষুধ প্রশাসন ট্রাম্প সরকারের পক্ষ থেকে বেশ চাপের মুখে ছিল বলে বিবিসি জানিয়েছে।
শুক্রবারই এর অনুমোদন দিতে হবে নতুন বা এফডিএ প্রধান স্টিফেন হানকে পদত্যাগ করতে হবে এমন চাপ দেয়া হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের মিডিয়া রিপোর্টে বলা হয়েছে। তবে স্টিফেন এ ধরণের রিপোর্টকে অসত্য বলে জানিয়েছেন।
এ অনুমোদনের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যেই প্রথম ভ্যকসিন দেয়া শুরু হবে। এর আগে শুক্রবারই যুক্তরষ্ট্রের স্বাস্থ্য এবং মানব সেবামন্ত্রী অ্যালেক্স আজার বলেছিলেন সোমবার বা মঙ্গলবারের মধ্যে গণহারে ভ্যকসিন দেয়া শুরু করতে তার প্রশাসন ফাইজারের সঙ্গে কাজ করবে।
ফাইজারের ভ্যাকসিন ইতোমধ্যেই যুক্তরাজ্য, কানাডা, বাহরাইন এবং সৌদি আরবে সরকারি অনুমোদন পেয়েছে।
বিশ্বে করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত এক কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট ২ লাখ ৯৪ হাজার ৮৭৪ জন মৃত্যুবরণ করেছেন। কেবল বুধবারই যুক্তরাষ্ট্রে ৩০০ জনের বেশি মানুষ মৃত্যু বরণ করেছেন। একদিনে বিশ্বের যে কোন দেশের তুলনায় এ সংখ্যা সর্বোচ্চ।
ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন ছাড়াও মর্ডানার ভ্যাকসিন অনুমোদনের বিষয়টিও ভাবছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহেই এই ভ্যাকসিনের অনুমোদন দেয়া হতে পারে। এছাড়া জানুয়ারির শুরুর দিকে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনও বাজারে আসতে পারে। এটা বর্তমানে চূড়ান্ত ট্রায়ালে আছে।
ভ্যাকসিন নিয়ে কাজ করা ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তার দেয়া তথ্যমতে, ফাইজার-বায়োএনটেকের ৩ মিলিয়ন টিকা প্রথম ধাপে দেশব্যাপী দেয়া হবে। একই পরিমান টিকা দ্বিতীয় ধাপে প্রয়োগের জন্য রিজার্ভ করে রাখা হবে।