আগেই করোনাভাইরাসের টিকা পাচ্ছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: বিবিসি
ঢাকা (১৪ ডিসেম্বর): ট্রাম্প প্রশাসনের সিনিয়র সদস্যরা অগ্রাধিকার ভিত্তিতেই করোনাভাইরাসের টিকা পাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন এ সপ্তাহেই হোয়াইট হাউসের স্টাফরা ফাইজারের এ টিকা পাবেন বলে আশা করা হচ্ছে। খবর বিবিসি।
প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য রোববার বলেছেন ক্ষেত্র বিশেষে কেবল অগ্রাধিকার ভিত্তিতে কেউ এ টিকা পেতে পারেন। তবে বেশ কয়েকজন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের মিডিয়াকে বলেছেন, হোয়াইট হাউজে যারা প্রেসিন্টে ট্রাম্পের সঙ্গে বেশ ঘনিষ্ট ভাবে কাজ করেন তাদের জন্য প্রথম ধাপে বরাদ্দ করা কিছু টিকা সংরক্ষিত রাখা হবে। প্রকৃতপক্ষে এ টিকা হোয়াইট হাউস, কংগ্রেস এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের জন্যই বরাদ্দ থাকবে।
নাম প্রকাশে অনেচ্ছুক একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কোন ধরণের বিরতি ছাড়াই যাতে টিকা কার্যক্রম পরিচালিত হতে পারে সে জন্যই বিশেষ কিছু কর্মকর্তাকে প্রথমে এ টিকা দেয়া হবে।
প্রশাসনের কর্মকর্তাদের টিকা দেয়ার এ পরিকল্পনার কথা রোববার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন ইলিয়টের বরাদ দিয়ে প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। তিনি বলেছিলেন, টিকার প্রতি মানুষরে আস্থা বাড়ানোর লক্ষ্যেই এ পরিকল্পনা করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প পরে এক টুই বার্তায় বিষয়টি পরিস্কার করে বলেন, একান্ত প্রয়োজন ছাড়া হোয়াইট হাউজের কর্মকর্তারা প্রথম ধাপের টিকা কর্মসূচিতে নয়, আরো পরের দিকে নেবেন। ট্রাম্প করেনাভাইরাসে আক্রান্ত হলেও হাপাতালে চিকিৎসা নিয়ে সেরে উঠেছেন। তিনি আরো বলেন, আমি টিকা গ্রহনকারীদের তালিকাতে নেই। তবে সময় হলে আমি এ টিকা নেব বলে আশা করছি।
করোনাভাইরাসের সংক্রমনের পর হোয়াইট হাউসের বেশ কিছু সিনিয়র কর্মকর্তারা এতে আক্রান্ত হয়েছেন। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন , ভাইস পেসিডেন্ট কমলা হ্যারিস এবং তাদের সহযোগিদের আগাম টিকা দেয়ার প্রস্তাব করা হয়েছে কিনা সেটা জানা যায়নি।