ভারতে কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকদের অনশন
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: জি নিউজ
ঢাকা (১৪ ডিসেম্বর): ভারতে নতুন কৃষি আইন বাতিলের দাবিতে কৃষকরা এক দিনের অনশন কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা অবস্থান নিয়েছেন দিল্লি জয়পুর মহাসড়কে। সোমবার এ কর্মসূচির পাশাপাশি তারা বিজেপি নেতৃবৃন্দের বাসভবন এবং অফিসের বাইরেই অবস্থান কর্মসূচি পালন করছেন। খবর জি নিউজ।
কৃষক নেতৃবৃন্দ জানিয়েছন, দাবি আদায়ের লক্ষে তারা আজ সোমবার সকাল ৮টা থেকে বিকেল পাচটা পর্যন্ত একদিনের অনশন কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে তারা নতুন কষি আইন বাতিলের দাবি জোড়দার করতে দেশের সব জেলা সদরদপ্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচির অংশ হিসেবেই বড় ধরণের অবস্থান কর্মসূচি চলছে দিল্লি জয়পুর জাতীয় মহাসড়কে। হরিয়ানা রাজস্থান সীমান্তে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে সেখানেই অবস্থানকারীরা বসে পড়েন।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সোমবারের ৯ ঘণ্টা অনশন কর্মসূচিতে অংশ নিয়েছেন। নিজেদের অহমিকা ত্যাগ করে কৃষক বিরোধী এ আইন বাতিলের জন্য তিনি সরকারের প্রতি জোড়ালো আহবানও জানিয়েছেন।
দীর্ঘ ১৮ দিন ধরে চলমান কৃষেকদের এ লাগাতার প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে পাঞ্জাবসহ অন্যান্য রাজ্য থেকে কৃষকরা দিল্লিমুখে ছুটে আসছেন। এ পরিস্থিতিতে কেন্দ্রিয় মন্ত্রী কোইলাস চৌধুরী বলেছেন, সরকর খুব শিগগিরই এ ব্যাপারে আলোচনার জন্য পরবর্তি তারিখ জানাবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন এবার এ সংকটের সমাধান হয়ে যাবে।