বাইডেনের বিজয় নিশ্চিতে আজ ভোট দেবেন ইলেকটররা
আন্তর্জাতিক ডেস্ক || বিজনেস ইনসাইডার
ছবি: সংগৃহীত
ঢাকা (১৪ ডিসেম্বর): যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাংবিধানিক আনুষ্ঠানিকতা বলে পরিচিত ইলেকট্রাল ভোটের আনুষ্ঠানিকতার বিষয়টি সাধারণ পরিস্থিতিতে কেউ হয়তো খেয়ালও করেন না। কিন্তু এবার ৩ নভেম্বর অনুষ্ঠিত ভোট নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা ওজর আপত্তি আর অভিযোগের প্রেক্ষিতে এবার একে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।
আজ সোমবারই এই আনুষ্ঠানিকতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি সম্পন্ন হবে। ৫০টি রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার ইলেকটররা আজ এক সঙ্গে বসে তাদের ভোট দেবেন। এর মাধ্যমেই যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন চূড়ান্ত বিজয় নিশ্চিত হবে।
সিএনএন জানিয়েছে, আজকের দিনকে লক্ষ্য রেখেই ভোটের ফল বদলে দেওয়ার নানা চেষ্টা করেছেন ডোনাল্ড ট্রাম্প। যেসব রাজ্যের আইনসভায় রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ, সেসব অঙ্গরাজ্যের রিপাবলিকানদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন, তাঁরা যেন নির্বাচিত ইলেকটোরাল কলেজের সংখ্যা বদলে দেন। কিন্তু এই চেষ্টাও ব্যর্থ হয়েছে। ফলে আজকের ভোটে জো বাইডেন নিশ্চিতভাবেই প্রেসিডেন্সির জন্য প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোটের চেয়ে বেশি ভোট পাবেন।
বিভিন্ন অঙ্গরাজ্যের ইলেকটরদের ব্যালট পরে পাঠানো হবে ওয়াশিংটন ডিসিতে। সেটা ৬ জানুয়ারি কংগ্রেসে গণনা করা হবে। এই পর্যায়েও ডোনাল্ড ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠরা আরেকবার ভোটের ফল বদলের চেষ্টা করতে পারেন।
ভোটের সার্বিক ফলাফল জেনেও পরাজয় মানতে নারাজ ট্রাম্প। ফক্স নিউজকে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘খেলা শেষ হয়নি। আমরা এগিয়ে যাব।’ এখানেই থামেননি তিনি, রোববার তিনি টুইটে সুপ্রিম কোর্টেরও কঠোর সমালোচনা করেছেন।
আজ ইলেকটরদের ভোট দেওয়ার পর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনে বক্তব্য রাখার কথা। বিদায়ী প্রেসিডেন্টের তরফ থেকে নানা অপপ্রচার সত্ত্বেও বাইডেন এই বক্তব্যের মধ্য দিয়ে আবারও ঐক্যের ডাক দেবেন বলে মনে করা হচ্ছে।
নভেম্বরের ভোটে নির্বাচিত জো বাইডেনই যে ২০ জানুয়ারি দুপুরে আনুষ্ঠানিক ভাবে হোয়াইট হাউসের দায়িত্ব নিচ্ছেন সোমবারের আনুষ্ঠানিকতা সেটাই নিশ্চিত করবে। এর মধ্য দিয়েই প্রেসিডেন্ট ট্রাম্পের এক মেয়াদের দায়িত্ব পালনের ইতি ঘটবে।